Saturday, February 9, 2019

সেই ফুলটায়




                                               -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা
সেই রাত্রি পূর্ণিমার আলোটা অপূর্ব্ লাগছিল !
জানালার ফাঁক দিয়ে ঢুকছিল, ঠিক ভাঁজে ভাঁজে পড়ছিল
একটু উঁচুতে পড়ছিল
সেই ফুলটায় পড়ছিল

তর তর জাগছিল অনুভূতির ডানা গুলো.
জমিনটা হাসছিল, মৃদু হাসছিল
লাজুক চোখে চাচ্ছিল, অপলক চাচ্ছিল- আকাশের দিকে
ঠিক সূর্য্টার দিকে, র্বীযবান সূর্যটার দিকে
তাপ নিচ্ছল সমুদ্রের হিমেল তরঙ্গটা
এক মধুর বন্ধনে ।

সেই রাত্রি পূর্ণিমার আলোটা অপূর্ব্ লাগছিল !
আলোটা পড়ছিল, ঠিক জমিনের বুকে----
সেই ফুলটায় !
----------------------------23-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment