-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আকাশের রঙ ধুনুটা
বার বার রঙ বদলাচ্ছে,
কিরণের বিপরীতে বদলাচ্ছে,
আপনার স্বার্থে বদলাচ্ছে..
জল কণার উৎসবে বদলাচ্ছে
হরেক রঙে রঙে বদলাচ্ছে
কখনো গাঢ় -কখনো হালকা-
কখনোবা মেঘের আড়ালে.
যে ছদ্মবেশী রঙের
পিছনে পিছনে বঙ্গ পালেরা ছুটছে..
সেখানে নেই কোন রঙের
দিকপাল
নেই কোন অপূর্ব্ দৃশ্য !
আছে কিছু ঘাতকের প্রতিচ্ছবি
!
ওরা ছদ্মবেশী রঙ ধুনু
ওদের নেই কোন আদর্শ্
- নেই কোন মাতৃ প্রেম
আছে কিছু ষড়যন্ত্র,
আছে কিছু লোভ
সূর্যের বিপরীতে ছুটছে
,বার বার রঙ বদলাচ্ছে।
আপনার স্বার্থে বদলাচ্ছে
এই নীল আকাশের প্রাণে,
এই সরল আকাশের বুকে ।
অবুঝ প্রেমিক প্রেমিকেরা
বুঝে না ।
আসল নকলের তফাৎ
যেখানে আছে কিছু ঘাতেকের
প্রতিচ্ছবি !
----------------------------------23-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment