Saturday, February 9, 2019

তৈলাক্ত বাঁশ




                                                -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা
ওহে শুন, তৈলাক্ত বাঁশে বাঁশে ভরে গেছে আশ-পাশ
দূষিত পরিবেশ চৌদিকে নাভিশ্বাঃস!

ভিতর বাহির, অফিস- আদালত, ছোট -বড়, পাতি- ছাতি..
তৈল চায়, তৈল চায়, শুধু তৈল চায়
কোথাও নেই বাতি,
তৈল ছাড়া নেই বাতি !
শুধু ক্ষতি !শুধু ক্ষতি!

ন্যায়-অন্যায় , হক-বাতিল বিবেচনায় নেই আর..
তৈল দাও, তৈল দাও.
পেয়ে যাবে মন তার

খুলে যাবে খুলে যাবে আলোকিত সব দ্বার !
প্রোমোশন ইনক্রিমেন্ট হবে উর্ধ্বে সবার !
তৈল দাও, তৈল দাও
কে রুখবে তোমায় এবার ?

সাবধান ! সাবধান !
রুখে দাঁড়াও, রুখে দাও ।
ওহে শুন, তৈলাক্ত বাঁশে বাঁশে ভরে গেছে আশ-পাশ
দূষিত পরিবেশ চৌদিকে নাভিশ্বাঃস!
---------------------------------22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া, গাজীপুর।



No comments:

Post a Comment