Saturday, February 9, 2019

এক উপসংহারে দাঁড়িয়ে





                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কবিতার শব্দ বর্ণগুলো ধীরে ধীরে খসে যাচ্ছে..
কাব্যের পন্থিগুলো ঝরে যাচ্ছে একে একে..
মলিন হয়ে আসছে এ নশ্বরের মহাকাব্য.

গ্রন্থের অক্ষরগুলো একে একে মুছে যাচ্ছে
মুছে যাচ্ছে যৌবনের চিহ্ন গুলো..
কবিতার শিরোনাম  হচ্ছে না
কলমের কালি ফুরে যাচ্ছে,
নিভে যাচ্ছে প্রদীপের আলো
আয়নাতে ভাসছে না আর ছবি !

এক উপসংহারে এসে গেছে জীবনের কবিতা
ভাঁজে ভাঁজে দাগ পড়ে গেছে,
স্থাপনাগুলো নড়ে গেছে ভিতরে ভিতরে
মলাটের রঙ উঠে গেছে

কবিতা আর নেই ! কবিতা আর নেই !
কবির ইচ্ছে মতো নেই
নতজানু  হয়ে গেছে শিরা -উপশিরা ।

এক উপসংহারে এসে গেছে জীবনের কবিতা..
শেষ হয়ে আসছে এ নশ্বরের মহাকাব্য.
লিখতে হবে যে আগামীর কবিতা !
এক কঠিন কবিতা, এক অবিনশ্বর মহাকাব্য !

এক উপসংহারে দাঁড়িয়ে
তুমি কি তৈরী হে কবি ?
------------------------------------- 22-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment