-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
হে সমুদ্র, উত্তাল
জল রাশিকে অনেক ভালবাসি
অনেক ভালবাসি !
তপ্ত জলের গর্জিত
সফেনে ঝাঁপ দিতে ভালবাসি
দু’কুলে বাঁকে বাঁকে
তরী চালাতে ভালবাসি
অনেক বার ঝাঁপ দিয়েছি
অনেক গভীরে ঝাঁপ দিয়েছি
উত্তাল জলে পাল তুলেছি..
মাস্তুলে আলো দিয়েছি..
শক্ত হাতে হাল ধরেছি..
আমার তরী ছেড়েছি অথৈ
জলে ছেড়েছি
তোমার বুকে ছেড়েছি
।
হে সমুদ্র, উত্তাল
জল রাশিকে অনেক ভালবাসি
অনেক ভালবাসি !
আমার তরী ছেড়েছি অথৈ
জলে ছেড়েছি
তোমার বুকে ছেড়েছি
।
---------------------------23-10-2018
।,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment