-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক কালো অধ্যায়ের
সূচনা দেখছি.,
শিমুলেরা ফোঁটেছে
আজ গোলাপের বোঁটায় বোঁটায়.
গোলাপের পাঁপড়িগুলো
ঝরে যাচ্ছে নিভৃতে নিভৃতে
প্রদীপেরা জ্বলছে
না অন্ধকার মঞ্চে মঞ্চে
মঞ্চ চলে গেছে বাহু
বল পেশী শক্তির হাতে,
জিম্মি হয়ে আছে অর্থে
কাছে
জ্ঞান পাখিদের আর
ডাকছে না মঞ্চে মঞ্চে..
দম্ভে দম্ভে গর্জিছে
কানা খোড়া, অজ্ঞ বধির.
এক কালো অধ্যায়ের
সূচনা দেখছি.,
কাক কোকিলের সখ্যতা
গড়েছে মঞ্চে মঞ্চে
সাপ নেউলের প্রণয়
দেখছি একান্তে একান্তে
অর্থের ঝড়ে নিভে গেছে
জ্ঞানের প্রদীপ হেরে
গেছে
চলে গেছে,
চলে গেছে মঞ্চের আড়ালে
।
কৃত্রিম ফুলে ফুলে ভরে
জনতার মঞ্চ !
অতিথিরা এসে গেছে
তুমুল করতালি !!
অন্ধেরা বসে আছে,
অর্থেরা গর্জিছে মঞ্চে মঞ্চে..
এক কালো অধ্যায়ের
সূচনা দেখছি.,
সমাজের রন্ধে রন্ধে
।
শিমুলেরা ফোঁটেছে
আজ গোলাপের বোঁটায় বোঁটায়.
গোলাপের পাঁপড়িগুলো
ঝরে যাচ্ছে নিভৃতে নিভৃতে ।
---------------------------------------23-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment