Wednesday, February 20, 2019

হায়রে উপদেষ্টা



                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জ্ঞান দিবো, জ্ঞান দিবো বলে
উপদেষ্টারা সমস্বরে চিৎকার করে উঠলেন, এইভাবে নয় ওইভাবে
আমরা জাতির জ্ঞান প্রদীপ !

হঠাৎ হঠাৎ একটু জেগেই নব ভঙ্গিতে নব চৌকিতে
সুর বদলায়
উপদেশের ফুলঝুড়িতে-
যে রকম পাগলেরা বিনিময়হীন বাক্য বিক্রি করে-
পথে ঘাটে, হাট - বাজারে
উপেদেষ্টাদের বাক ত্রাসে রক্তাক্ত আমি-

এতোদিন একা একা ভালই ছিলাম
আজ উপদেষ্টাদের ভীড়ে ভীড়ে আমি পথ হীন
অযথাই কাছে এসে-
নব নব কৌশলে উপদেশ দিয়ে যায় কতক অজ্ঞ প্রাণ
হায়রে উপদেষ্টা !

উপদেশহীন আমি ভালই ছিলাম,
তাল লয় ছন্দ ছিল ,আজ সব হারালাম !
--------------------------20-02-2019 ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment