-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা
এ কেমন প্রেম ঘিরে
ধরেছে মানুষের
প্রিয় এই প্রাণে আজ।
চতুর্দিকে
হুমড়ি খেয়ে পড়েছে
লোভ লালসার দল। পৃথিবীর
প্রাণেরা কেমন যেন
এলোমেলো,সত্যের
স্পর্শেরা বুকফাটা
কান্নায় কাঁপছে –
এইটা কি শ্রেষ্ঠ মানুষের
বিজয় ? শয়তানের
দীক্ষা নিয়ে নিজেকেই
হত্যা করেছে প্রাণ,মানুষ
ভুলে গেছে এই পৃথিবী
তার নয়,অথচ এক
নশ্বর প্রেমে অবিনশ্বরকে
পর করেছে
সবদিকে শুধু ক্ষণিকের
প্রত্যাশা-
মানুষ এই ক্ষণিক পৃথিবীর
ভাঁজে ভাঁজে
রোপন করে চলেছে অনিষ্টের
বীজ,গোলামেরা
অনন্তের ঠিকানা ভুলে
গেছে দুনিয়ার উৎসবে
একটি ধূসর পাতায় রচনা
করছে জীবনের কবিতা
খুব দ্রুতই ফুরে আসছে-
আজ মানুষেরা লিখে
চলেছে এক পরাজয়ের কবিতা
মানুষেরা আলো হয়েও
তার কোন আলোক রেখা
নেই সমস্ত কবিতা জুড়ে
মানুষ হয়েছে, সত্যি
বলতে কি, মানুষের মনুষ্যত্ব
মানুষের মধ্যে নেই-
আপনার ভুলে আপনাকে
করেছে অনিষ্টের পরিচয়-
কখন যে মানুষ তার পবিত্র প্রাণকে
অপবিত্র করে ফেলেছে, সারা পৃবিথীতে
ছড়িয়ে দিয়েছে
তারা হয়তো ভাবেই না-
এর পরিনাম কত ভয়ানক! আজ পৃথিবীতে জেগে
উঠেছে
অশুরের আত্ত্বা-
---------------------------20-02-52019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment