-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ
পৃথিবীতে দাড়িয়ে এই শুভ্র বিবেকের সন্ধ্যায়
আহ্ববান
জানাচ্ছি ।
উদিত
সোনালী সূর্যের ভেতর যারা কালো মেঘের প্রলয়
এনেছো
ডেকে,
জ্ঞান
ও প্রাণের ভাঁজে ভাঁজে যারা
বুঁনেছো
এক ভয়ঙ্কর আমবস্যার বীজ
বিচিত্র
মতবাদ,
উম্মুক্ত
ডিজিটাল বোমা,নিরব ঘাতক
নির্দ্য়
মাদক নেশা-
যারা
দুর্নীতি
এনেছো
শহরে –গ্রামে, অফিসে –আদালতে, রাজ্যের সিংহাসনে,পাহাড় নদী খামারে
আমি
আহ্ববান জানাচ্ছি আজি জাগিয়ে দাও শুভ্র বিবেকের সূর্য্টাকে
হৃদয়ের
ঝর্ণা ধারাকে প্রবাহিত করে দাও প্রেমের নদীতে—
বিজয়ের
চেয়েও অধিক বিজয়
সেই
সব শুভ্র বিবেক মানুষেরা-
চৌদিকে
মৌন নিরবতা আর অনিমেষ বৈষম্যের গর্জ্ন
ঘরে-
বাইরে ধেয়ে আসে এক ক্ষমতার অগ্নি তুফান!
দাউ
দাউ পুড়ে অধিকারের সব উৎসব,
কোন
প্রতিবাদ নেই,কোন প্রতিকার নেই
আমার
আমিকে নিয়ে ছুটেছি আপনার ক্যান্ভাসে---
অথচ
আপনার রক্ত আপনার শরীরে নেই !
আমি
তো মুক্ত জাতির জন্য এমন নৈতিক পরাজয়
কামানা
করি না-
আমার
বিবেককে নাড়া দিয়েছে যারা
আমি
তাদের কাছে মূল্যবোধের বিজয় চাই, আমি বিজয় চাই
প্রতিটি
প্রাণের-
তোমাদের
ধ্যান- জ্ঞানে সেইসব অনিষ্ট ঢোকার আগেই
আমি
আহ্ববান জানাচ্ছি হত্যা করো এই সব
দুষ্টের ।
------------------------------------------20-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment