-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুমিন
মুমিন গোলামের মতো কিংবা নবীজির
অনুগত
উম্মতের মতো কোরআনের নূর
দিয়েছে
জ্বলে অন্তর ধরায় ।
গোলাম
তার স্পন্দিত প্রাণে ঢুকিয়েছে উজ্জ্বল
আলোর
মতো প্রজ্জ্বলিত বাণী কখনো
ছাড়েনি
প্রকাশ্যে শত্রুর প্ররচণায়
সত্যের
দিশারী সে আল-কোরআন
পথ
ভ্রষ্ট প্রাণে জেগেছে সদা মানব মুক্তির অভিলাসে ।
জাহেলী
বাতিলের অবরুদ্ধ কপাট আর শয়তানের সজ্জিত
আগুনের
চুল্লি ছেড়ে এখন সে মুক্তির জান্নাত
গোলামের
ক্ষণিক সড়কে
মুক্তির
চির ব্যবস্থাপনায়
এক
অবিনশ্বর ফরমান আল- কোরআনের পাতায় পাতায়
জেগে
আছে, জেগে আছে অবিরাম
এক
মুক্তির বার্তা দিবালোকের মতো প্রতিধ্বনি হচ্ছে গোলামের প্রাণে প্রাণে
চৈতন্যের
প্রতিটি স্তরে স্তরে—
অনেক
গোমরাহী এখানো আছে, এটাই গোলামের পরাজয় !
আল-কোরআনকে
ছেড়ে দিচ্ছে শয়তানের আজ্ঞাবহে
ওহে
গোলাম ,কোরআনের পথই তোমার
মুক্তির
পথ, প্রিয় নবীজির প্রাণের পতাকা ।
------------------------------------19-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment