Saturday, February 23, 2019

চিনতে পারিনি তোমার তুমিকে



                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চিনতে পারিনি,চিনতে পারিনি তোমার তুমিকে-
কোন রঙে সেজে সেজে এসেছো সম্মুখ,
অনেক চেষ্টা করে করে নিভৃতে বুঝেছি
আসলে তুমি এক ছদ্মবেশী ক্ষমতার উঁই পোক!

যেভাবে মোনাফিক খুলে দ্বার সরল লোকে..
তুমি তার এক জন নীতিহীন পথিক ভূলোকে
এক স্বার্থের অভিপ্রায় পড়েছো তুমি মুখোশ
আমি বুঝে গেছি তুমি কতটা ক্ষমতার বেহুশ!

হতেই পার তুমি এক বিরোধী মতের একজন..
কিন্তু সেই মতবাদতো নেই তোমার এ প্রাণ
ক্ষণে ক্ষণে রঙ বদলাও আপনার প্রয়োজন..
নেই কোন আদর্শ্ নেই কোন নীতি ওহে মহাজন!

কত গীবতের গভীর উল্লাসে
তোমাকে দেখেছি উত্তাল মঞ্চে মঞ্চে..
আজ তুমি কোথায় ?
যার বিরুদ্ধে গীবত করেছো সেই গীবতের প্রহরী তুমি
আসলে তুমি এক আদর্শহীন  স্বার্থবাজ বহুরূপী !

চিনতে পারিনি,চিনতে পারিনি তোমার তুমিকে-
কোন রঙে সেজে সেজে এসেছো সম্মুখ ।
-------------------------------------27-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment