-কবি মোঃ আমিনুল এহছান
মোল্লা
গোলাপটিকেও দেখেছি
লাল -জবাকেও দেখেছি তাই
তুমুল ঝগড়া বেঁধেছে
! কার মধু খাব ভাই ?
যে যার মত খুলেছে
পাঁপড়ি সত্যিটা আড়াল করে..
কারো হাতে গোলাপ!
কারো হাতে জবা!
মৌয়েরা পড়েছে বিপাকে
দু”জনার পিছু ধরে !
জবা যে তুল্য হতে
চায় গোলাপের কাছে
গোলাপ যে সৌরভ সুবাসে
রাণী হয়ে আছে ।
গোলাপটিকেও দেখেছি
লাল -জবাকেও দেখেছি তাই
দু’জনার রঙ প্রায়
একই ভাই
মৌলিক আজ আর নাই
, আজ আর নাই!
রাগ-অনুরাগে বদলে
গেছে রং
জবা ধরেছে গোলাপের
ঢং !
গোলাপ -সে তো রাণী!
কে বদলাবে তার ধরনি
?
সে যে ইতিহাস স্মরনি
।
গোলাপটিকেও দেখেছি
লাল -জবাকেও দেখেছি তাই
তুমুল ঝগড়া বেঁধেছে
! কার মধু খাব ভাই ?
-------------------------------------------------
14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment