Saturday, February 2, 2019

একটু কাছে আস




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একটু কাছে আস, আরেকটু কাছে..
চুপি চুপি বল , কানে কানে বল- গলা ফাটিয়ে বল-
সবাইকে জানিয়ে বল-
”এ পৃথিবীর সব ভালবাসা আমার”

একটু কাছে আস, আরেকটু কাছে..
চোখ খুলে দেখ
আমি এসে গেছি খুব কাছে এসে গেছি
ভিতরে আছি খুব ভিতরে আছি
স্পর্শ্ পাও কি ?

একটু কাছে আস, আরেকটু কাছে..
---------------------------14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment