Sunday, February 10, 2019

জনতার কবিকে দেখেছি




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
রাত্রির আকাশে দেখেছি এক পূর্ণিমার কবিতা !
জনতার কবিকে দেখেছি জনতার মঞ্চে মঞ্চে….

আবৃতি করছে এক স্বপ্নের কবিতা-
শান্তির কবিতা- মুক্তির কবিতা -ঐক্যের কবিতা…

কণ্ঠে কণ্ঠে বেজে উঠছে এক দৃঢ় শপথের অঙ্গিকার
বঙ্গ তাজের রক্ত কণিকাকে দেখেছি
সিমিন হোসেন রিমি আপার প্রবাহে প্রবাহে
ঝড় তুলছে- তুমুল ঝড় তুলছে
বঙ্গ বন্ধুর সুরে সুরে  বাজছে কবির কবিতা !
আবৃতি হচ্ছে জনতার কণ্ঠে কণ্ঠে, বজ্র কণ্ঠে
শীলক্ষ্যার তরঙ্গেরা শুনছে,
অধির আগ্রহে শুনছে এক যুদ্ধের কবিতা.
বিজয় কেতন জেগে উঠছে আগামীর উৎসবে.
পাড়া মহল্লায়
অলি গলি
আজ উড়েছে
নৌকায় পাল উড়েছে
শান্তির পাল উড়েছে
বিজয়ের পাল উড়ছে
মুক্তি যুদ্ধের চেতনা উড়েছে..

কবির তরঙ্গে তরঙ্গে বাজতে শুনেছি এক মুক্তির কবিতা..
রিমি আপাকে দেখেছি
জনতার মঞ্চে মঞ্চে , জনতার স্বপ্নে স্বপ্নে
জনতার নৌকায় নৌকায়
কবির কবিতাকে দেখেছি উন্নয়নের সোপানে সোপানে.
কাপাসিয়ার অলি-গলি ।

রাত্রির আকাশে দেখেছি এক পূর্ণিমার কবিতা !
জনতার কবিকে দেখেছি জনতার মঞ্চে মঞ্চে….
-----------------------------------------24-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment