Sunday, February 10, 2019

এক শান্তির কন্যা





                                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
আমার এ বুকে শান্তির নিশানা কে উড়াবে ?
কে দেখাবে আমাকে বিজয়ের চিহ্ন এমন,
দুঃখ যে আমার সেই জন্ম থেকে জীবনের
এক মাত্র মৌলিক কবিতা-

ভয় নেই, ভয় নেই- হে শংকিত প্রাণ !
পেয়েগেছি এক শান্তির কন্যা, পেয়েগেছি এক মানবতার মাতা !

ভয় নেই, ভয় নেই- হে বঞ্চিত প্রাণ !
দেখেছি এক নির্ভিক দিপালীকে শীতলক্ষ্যার উত্তাল তরঙ্গে তরঙ্গে..
দেখেছি বঙ্গ তাজের স্পন্দিত রক্ত কণিকাকে
দেখেছি বঙ্গ বন্ধুর সেই লাল-সবুজের  বিপ্লবী চেতনাকে..
দেখেছি জনতার অগণিত প্রত্যাশাকে শিরা উপশিরায়
দেখেছি এক দৃঢ় শপথের অগ্নি কন্যাকে
দেখেছি এক নির্ভ্রতা প্রতীক, বঙ্গ তাজের উত্তরসূরী-
কাপাসিয়ার গণমানুষের স্বপ্নের ঠিকানা
এক শান্তির কন্যা-  সিমিন হোসেন রিমি ।

কিসের ভয় হে তরীর যাত্রী !
পাঞ্জেরী তো এসে গেছে,বিজয়ের পাঞ্জেরী তো এসে গেছে..
একটু চেয়ে দেখো
কত পদচিহ্ন জেগে আছে কাপাসিয়ার ভাঁজে ভাঁজে
অবহেলিত বঞ্চিত মানুষের শুন্যতায় শুন্যতায়
যে কিনা অতন্ত্র প্রহরীর মতো জেগে  আছে..
আমাদের সিমিন হোসেন রিমি আপা ।

জেগে আছে,- জেগে আছে- অন্তঃকরনে জেগে আছে
এক মমতাময়ী মা – এক সাম্যের দীপ্ত শিখা
এক প্রেমের নক্ষত্র, প্রেরণার উৎস
ঘুমন্ত প্রাণের স্পৃহা – বঙ্গ তাজের স্পন্দিত রক্ত কণিকা
স্বপ্নের বাতিঘর- আগামীর আলো
আমাদের সবার প্রিয় রিমি আপা ।

ঐ দেখ, ঐ দেখ-
সম্মুখে কত কালজয়ী  উপমা জেগে আছে !
প্রতিবন্ধী শিশু ও মহিলার প্রাণে প্রাণে
অলি-গলি সবখানে
নাসিং কলেজ,কারিগরী স্কুল এন্ড কলেজ- অগনিত শিক্ষা প্রতিষ্ঠান
 রাস্তা- ঘাট ঘরে ঘরে বিদ্যুৎ এর প্রবাহ
অবিরত চলছে- অরো চলবে অনাগত..
ফিরে এসো , ফিরে এসো- হে বঞ্চিত যাত্রী
ফিরো এসো, শান্তি কন্যার ছায়াতলে, বঙ্গ তাজের নৌ পালে ।

ভয় নেই, ভয় নেই- হে শংকিত প্রাণ !
পেয়েগেছি এক শান্তির কন্যা, পেয়েগেছি এক মানবতার মাতা ।
---------------------------------------------------- 24-10-2018 ।  উৎসর্গ্ঃ সিমিন হোসেন রিমি, মাননীয় এম পি, কাপাসিয়া ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment