Sunday, February 10, 2019

প্রতিভা লুকিয়ে আছে



                                                                                                      
                                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
মগজের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে অজানায়-
এবং সেটা জাগিয়ে তুলিছে মানুষ যুগে যুগে বসুধায়-
এখন মানুষের কত  বিজয়, তার চেয়ে বেশী
মানুষ শ্রেষ্ঠ-

অজ্ঞতা আজ হেরে গেছে সুপ্ত প্রতিভা জাগরণে-
প্রতিভা আছে, প্রতিটা মানুষের আছে
শুধু ইচ্ছেটা নেই-
মানুষই পারে সুপ্ত প্রতিভাকে জাগাতে আপন সাধনে

মগজের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে, পরিশ্রমীরাই জিততে পেরেছে
অলসেরা হেরেছে- যুগে যুগে হেরেছে- ইহ পর হেরেছে
শুধু একটু ইচ্ছাই পারে-
প্রতিভার গুপ্ত আলোকে জ্বালাতে

প্রতিটা জ্ঞানে প্রতিভার শক্তিরা ঘর বেঁধেছে,কিন্তু মূর্খেরা
সেই ঘর ভেঙ্গেছে-
ইচ্ছেটাকে পর করেছে আপনার

অলসতায়-
মানুষের প্রতিভা আজ সুপ্ত পথে পথে আলোহীন মুসাফির!
বার বার পরাজিত হচ্ছে অজ্ঞতার কাছে—
অথচ এই মানুষই শ্রেষ্ঠ,কিন্তু মানুষেরা বুঝেনা-

মগজের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে অজানায়-
এবং সেটা জাগিয়ে তুলিছে মানুষ যুগে যুগে বসুধায়-

---------------------------10-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment