Saturday, February 9, 2019

এইসব কিছুই অবরুদ্ধ হবে



                                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তুচ্ছ এইসব- মানুষের রূপ লাবণ্য, দম্ভ অহংকার
এই সব কিছুই পাকড়াও হবে অনন্তের গোরস্থান
তুচ্ছ, তুচ্ছ এইসব, পৃথিবীর মায়া মমতা ভালবাসা
তুচ্ছ, তুচ্ছ, এইসব কিছুই কারারুদ্ধ হবে গোরস্থান..

তারপর ! খুলে যাবে, খুলে যাবে হিসাবের খাতা-
কে আছিস উঁচু শির
অন্ধকার কুটিরে আলোর মশাল নিয়ে!
তুচ্ছ, তুচ্ছ, পৃথিবীর এই সব কিছুই তুচ্ছ!
পৃথিবীর সব ভালবাসা, দম্ভ অহংকার আজ সব রিক্ত
এই কবরে কেবলই সঙ্গী, কেবলই সঙ্গী
এই ধরনির ঈমান-আমল ।

পৃথিবীর মানুষকে দেখেছি, বড় বেশী অহংকারী হতে
দেখেছি হিংস্র দানবের মতো হতে
দেখেছি মৃত্যুর কথা ভুলে যেতে
হঠাৎ যখন মৃত্যু এসে যায় !
তখন আর সময় থাকে না, শোধরানোর সময় থাকে না-

ওহে মানুষ এই পৃথিবীর দম্ভ অহংকার অর্থ্ বৈভব-
নহে গো তোমার মুক্তির পয়গাম
হঠাৎ যখন মৃত্যু এসে যায় !
তুমি এক নিথর লাশ! ওই কবরের চির বাসিন্দা
এখনই সময়! নিজেকে শোধরানোর সময়-
তুমিও মানুষ, আমিও মনুষ-
এই ভুবনের ক্ষণিক এক মুসাফির ।

তুচ্ছ এইসব- মানুষের রূপ লাবণ্য, দম্ভ অহংকার
এইসব কিছুই অবরুদ্ধ হবে ওই অনন্তের গোরস্থান ।
------------------------09-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment