-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার কারাগারে যে পাখিটা বন্ধী আছে - ওহে মুমিন
!
ওইখানে কি আলো দিয়েছো ?
এ কারাগার যে বড় অন্ধকার
!
তুমি তো অঙ্গিকার
করে এসেছিলে, প্রতীক্ষা করে এসেছিলে
তাকে আলো দিবে ! প্রতি
মূহূর্তে দিবে,..
স্পন্দনে স্পন্দনে
দিবে, নশতশিরে দিবে
সেই অধিপতির
তৌহিদী আলো..
যত্ন করে দিবে নবীজির
দেখানো পথে পথে ..
দরজাটা খুলে দিবে
গোলামের মতো..
খবর কি নিয়েছো হে
ক্ষণিকের দম্ভ অহংকার !
কারাগারের কপাট যে
বন্ধ
পাখিটা ছটপট করছে
মুক্তির জন্য
তুমি কি ডাক শুনতে
পাচ্ছো ?
সে যে প্রতিনিয়ত কাঁদছে
অন্ধকার ঘরে কাঁদছে
, উচ্চ স্বরে কাঁদছে
তোমার কারাগারে যে
পাখিটা বন্ধী আছে - ওহে মুমিন !
ওইখানে কি আলো দিয়েছো ?
এখনই জ্বালিয়ে দাও
,এখনই জ্বালিয়ে দাও
সেই কোরআনের আলো সেই হাদিসের আলো ।
যা বিধাতার মনোনীত
সংবিধান ।
এ কারাগার যে বড় অন্ধকার
!
ওইখানে কি আলো দিয়েছো ?
--------------------------------25-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment