Sunday, February 10, 2019

নষ্ট আত্মা




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিং নষ্ট আত্মাদের অনাগোনা খুব বেড়ে গেছে..
আত্মায় আত্মায় পরে গেছে মরিচিকা,

ভিতরের শুভ্রতা ঢেকে গেছে এক কঠিন শিলা পাথরে..
অসুরের দলেরা ভীড় করেছে অন্ধের মাজারে
পক্ষ বিপক্ষের তুমুল লড়াই দেখছি যুক্তিহীন সমরে
তর্কে তর্কে বিভক্ত হচ্ছে মানব আত্মারা..
এখানে নেই কোন মুক্তির দিশারী নেই কোন সোনালী প্রভাত
আছে কিছু রক্তক্ষয়ী যুদ্ধ, আছে কিছু বিভক্তির সূত্র
আছে শুধু অসুরের বিজয় !

ইদানিং নষ্ট আত্মাদের অনাগোনা খুব বেড়ে গেছে..
ইগুর স্পর্শেরা নিষ্ঠুর দ্বন্দে দ্বন্দে মেঁতেছে আলোহীন গর্ভে
অনুসারীরা কারণে অকারণে.
সত্যের পথ ভুলে যাচ্ছে আদর্শহীন মতবাদে..
সরল আত্মারা  এক মিথ্যের অগ্রাসনে দাঁড়িয়ে.
পরাজয়ের প্রহর গুনছে..

ইদানিং নষ্ট আত্মাদের অনাগোনা খুব বেড়ে গেছে..
আত্মায় আত্মায় পরে গেছে মরিচিকা,
ভিতরের শুভ্রতা ঢেকে আছে এক প্রতিহিংসের চাঁদরে ।
----------------------------------- 25-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment