-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
তোমার নিরবতা আমাকে
আহত করে, খুব আহত করে
কখনো হত্যা করে ফেলে
গভীর চেতনাকে
এ নিরবতা যেন এক বিষাক্ত
ফোয়ারা কিংবা..
কোন এক ফাঁসির মঞ্চ
!
দাও দাও ফাঁসি দিয়ে
দাও এখনি ফাঁসি দিয়ে দাও
তবু মৃত্যেুর আগে
সেই কথা বলো..
কেন আজ আমি আসামী
?
তোমাকে ভালবাসি বলে
?
তোমার নিরবতা আমাকে
আহত করে, খুব আহত করে
কখনো হত্যা করে ফেলে
গভীর চেতনাকে..
-----------------------------------13-10-2018
।,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment