-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
কথা দিয়েছিলে সোনায়
সোনায় মুড়িয়ে দিবে মায়ের আঁচল
স্বপ্ন দেখিয়েছিলে
এ বুকে উড়িয়ে দিবে
সেই মুক্তির পাল- সেই বিজয়ের পাল ।
যে বীজ বুঁনেছিলে
সবুজ প্রান্তরে প্রান্তরে.
সে বীজ যে জাগেনি
এখনো অন্তরে অন্তরে
এক বার এসে দেখ- হে
মহানায়ক !
কথা দিয়েছিলে সোনালী
প্রভাতে জাগবে তুমি
প্রতিদিন জাগবে তুমি
-রোজ জাগবে তুমি
এ পৃথিবীর স্বাধীন
বঙ্গ ভূমি !
কথা দিয়েছিলে সেই চেতনার পথে হাঁটবে পথিক..
আজ পথিকেরা ভুলে গেছে
পথ !
অঙ্গে অঙ্গে রক্ত
চোষা জুঁকেরা প্রণয়ে মেতেছে.
ছদ্মবেশীরা গর্জে
উঠেছে লাল সবুজের ছায়া তল
এক বার এসে দেখ- হে
কালজয়ী দিকপাল.
এখানে প্রেম নেই
–এখানে ভালবাসা নেই-
আছে কিছু স্বার্থ্পর
! আছে কিছু নিশাচর !
আছে কিছু বিশ্বাস
ঘাতক !
কথা দিয়েছিলে প্রাচীরে ভেঙ্গে উড়াবে সাম্যের পাল..
আজ দেখ, এসে দেখ
তোমার মাঝিরা পারেনি মাল্লারাও হেরে গেছে
সবুজের বুকে বুকে
আজ তপ্ত রুদ্দুর তাপদাহ..
ঝড় উঠে গেছে ,বালুর
ঝড় উঠে গেছে
লাল সবুজের তীর !.
কথা দিয়েছিলে সোনায়
সোনায় মুড়িয়ে দিবে মায়ের আঁচল
স্বপ্ন দেখিয়েছিলে
এ বুকে উড়িয়ে দিবে
সেই মুক্তির পাল- সেই বিজয়ের পাল ।
----------------------------------------
18/10/2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment