Saturday, February 2, 2019

আমি যদি তোমার কবি হতে চাই




                                                    -কবি মোঃ আামিনুর এহছান মোল্লা

আমি যদি তোমার কবি হতে চাই- হে কবিতা !
তুমি কি আসবে কবিতার বর্ণে শব্দে কিংবা মহাকাব্যে
যেমনটি আজ দেখেছি গভীর  নয়নে..

অনেক সাধ জেগেছে প্রাণের তরঙ্গে তরঙ্গে- হে কবিতা
এক প্রেমের কবিতা লিখে যাব হৃদয়ের কালিতে কালিতে
যেখানে শুধু থাকবে তুমি! শুধু থাকবে তুমি!
যেমনটি আজ লিখেছি  কলমের স্পর্শে স্পর্শে..

আমি যদি তোমার কবি হতে চাই- হে কবিতা !
ভালবেসে কি সাজবে কবিতার ছন্দে ছন্দে
হবে কি প্রতিটি বর্ণ্,
হবে কি প্রতিটি শব্দ
হবে কি এক প্রেমের মহাকাব্য কিংবা হৃদয়ের উত্তাল প্রণয়!

তোমার মাঝেই  আছে  এক কবির সূর্য্দয় !
আমি যদি তোমার কবি হতে চাই- হে কবিতা !
তুমি কি আসবে কবিতার বর্ণে শব্দে কিংবা মহাকাব্যে
যেমনটি আজ দেখেছি গভীর  নয়নে..
-------------------------------------13-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment