Monday, February 11, 2019

সত্যি আমি দুঃখিত!




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দুঃখিত! সত্যি আমি দুঃখিত! অনেক দুঃখিত!
অনেক দিন পর দেখা, অথচ সেই তোমাকে
চিনতেই পারিনি !তুমি অনেক বদলে গেছো
সেই দুরন্ত কিশোরী তুমি আর নেই-
যে কিশোরীকে হৃদয়ের কুটিরে আগলে রাখতাম,সে অনেক দিন হল-
দেখা নেই কথা নেই-
কিন্তু যখন হল তুমি ঠিকই—

দুঃখিত! সত্যি আমি দুঃখিত! অনেক দুঃখিত!
বিশ্বাস কর আজো তুমি সেই বাগানেই ফুটে আছো-
ভাঁজে ভাঁজে জেগে উঠ ,বার বার জেগে উঠ
প্রেমের সফেনে-
তুমি তো হৃদয়ের কবিতা! রোমাঞ্চিত মঞ্চের মহাকাব্য-
উপহার হয়ে ফিরে আস,
বার বার ফিরে আস কবিতার চরনে-

অনেক দিন পর দেখা, অথচ সেই তোমাকে
চিনতেই পারিনি !তুমি অনেক বদলে গেছো-
অথচ এই  তোমাকেই আমি-
এ অবুঝ হৃদয়ে বুঁনেছিলাম,অনেক যত্নে বুঁনেছিলাম
এক অনুভূতির অভিপ্রায়-
দুঃখিত! সত্যি আমি দুঃখিত! অনেক দুঃখিত!
কবিতাকে আমি ভুলি কি করে ?
---------------------------------11-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment