-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যদি দাবী কর তুমি
ঈমানদার- ওহে মানব
সেই সত্ত্বার কতটুকু
স্পর্শ্ করেছো এ কলব!
আপনাকে প্রশ্ন করে
দেখো ফিরতি কি আসে
যদি হ্যাঁ আসে- নিবন্ধিত
হবে জান্নাত বসবাসে
যদি না আসে- জ্বলতে
হবে জাহান্নাম অগ্নিগ্রাসে
যদি দাবী কর তুমি
মুসলমান- ওহে মানব
সেই একক সত্তার প্রতি
নতশিরে হও সরব
এ প্রাণের মূল্য কি
আছে যদি না হও তৌহিদী
এ ক্ষণিকের সবকিছু
হবে অবিনশ্বরে তামাদি
যদি দাবী কর তুমি
পরহেজগার- ওহে মানব
নামাজ রোজা হজ্জ্ব
যাতাক আজি কর তলব
বাহ্যিক আমল ব্যাতিত
কি মূল্য আছে আত্তার
শুধু এলে, শুধু গেলে-
ওহে ঈমানদার !
যদি দাবী কর তুমি
উম্মত নবীর- ওহে মানব
কোরআন হাসিদের ঝড়
উঠাও উঠাও কলরব
অন্তরে জারি কর লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুল্লাহ
ভয় নেই ভয় নেই ওহে
পরহেজগার….
একূল- সেকূল পাশে
রবে মাবুদ আল্লাহ !
যদি দাবী কর তুমি
ঈমানদার- ওহে মানব
সেই সত্ত্বার কতটুকু
স্পর্শ্ করেছো এ কলব!
---------------------------------
28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment