Saturday, February 9, 2019

বিচারক এখনও সুপ্ত আসনে




                                                  -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা
ওহে জাতির বিবেক,
ফেইস বুকের নগ্ন অগ্রাসনে ঝরে যাচ্ছে অগণিত তরুণ –তরুণী
নিভৃতে নিভৃতে পার করছে বিনিদ্র রজনী !

কি হচ্ছে ! কি করছে! ম্যাসেঞ্জার, ইমুর অন্তড়ালে.
খবর কি রেখেছো- হে জাতির বিবেক !
নবীণ প্রজন্মেরা মেঁতেছে এক ইথারের উম্মাদনায়..
যেখানে পর্দা নেই, লাজ লজ্জা নেই, যা ইচ্ছে তাই
চরিত্রের দুয়ার বন্দ হয়ে যাচ্ছে
এক নগ্নতার অগ্রাসনে..

ওহে জাতির বিবেক,
ফেইস বুক কেড়ে নিচ্ছে অগণিত সুখের সংসার !
পরকীয়ার জাল বুঁনেছে স্মার্ট্ ফোন , এন্ড্রয়েট আরো কত কি !
অবাদ মেলা মেশার এক মঞ্চ যেন ফেইস বুক..
নজরদারী নেই, আইনের কাঠগড়া নেই..
এজলাজ ভরে গেছে নগ্নতার ঢংঙে ঢংঙে..
বিচারক এখনও সুপ্ত আসনে ।

ওহে জাতির বিবেক,
ফেইস বুক কেড়ে নিচ্ছে অগণিত আগামীর আলো !
খোল খোল এখনই চোখ খোল..
আইন ছায়াতলে নিয়ে এসো এই নগ্নতার দুয়ার.
রক্ষা কর, জাতিকে রক্ষা কর- এ মোর আবদার ।

এজলাজ থেমে গেছে ফেইসবুক অগ্রাসনে
বিচারক এখনও সুপ্ত আসনে ।
-----------------------------------23-10-2010 ।,রাওনাট,কাপসিয়া,গাজীপুর।







No comments:

Post a Comment