Saturday, February 9, 2019

এই সব তোমারই কর্মের প্রতিদান


                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষের প্রাণ থেকে ক্ষণিক মোহ,লোভ লালসা এবং
দুনিয়ার ব্যতিব্যস্ততা, হিংসে বিদ্বেষ, হানাহানি
প্রাণের কলরব দেখে যতটুকু প্রশান্তি পাওয়া যায়,
সেইটুকুই সুখ পাওয়া ।তার অতিরিক্ত কে দিবে তোমাকে ?

অন্তর চক্ষু ভরে তবে দেখ ওই প্রাণের পরাজয়
অনন্ত আকাশে তোমায় ঘিরে বিরামহীন অগ্নি মেঘের খেলা
লেলিহান শিখা,ওই দেখ কি উম্মত্ত উল্লাসে পুড়ে পুড়ে যাচ্ছে
এই সব তোমারই কর্মের প্রতিদান ।

মানুষের প্রাণ থেকে ক্ষণিক মোহ,লোভ লালসা এবং
দুনিয়ার ব্যতিব্যস্ততা, হিংসে বিদ্বেষ, হানাহানি
প্রাণের কলরব দেখে ভেঙ্গে যায় অনন্তের সংসার,
তখন মানুষেরা হেরে যায় ওই শেষ বিচারে, ওই হাশরে
নিখিলের সব ক্ষণিক উল্লাস তখন ভুলে যায় তোমাকে-
সমস্ত পরাজয় এসে দাঁড়িয়ে যায় অনন্তের পথে পথে-
এই সব তোমারই কর্মের প্রতিদান ।
------------------------------------09-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment