-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
দিন যে ফুরিয়ে যাচ্ছে,
সে খবর কি রাখ- হে
মুসাফির !
এগুচ্ছো! খুব দ্রুতই
এগুচ্ছো সেই অনন্তের পথে পথে
একটু চেয়ে দেখো,
যৌবনের সবুজ রঙ ধীরে
ধীরে বদলে যাচ্ছে,
একে একে
ঝরে যাচ্ছে সময়ের পাতাগুলো
ক্ষণিকের বুকে বৃক্ষ
কি রোপণ করেছো-হে মুসাফির ?
দিন যে ফুরিয়ে যাচ্ছে..
এ প্রাণে এখনই রোপণ
করে যাও সেই তৌহিদী বাণী
জাগিয়ে তোল হে কলবের
বীজ-
লা-ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মদুর (সাঃ)
দিন যে ফুরিয়ে যাচ্ছে,
সে খবর কি রাখ- হে
মুসাফির !
এগুচ্ছো! খুব দ্রুতই
এগুচ্ছো সেই অনন্তের পথে পথে..
মুক্তির ফুল কি নিয়েছো
?
--------------------------------23-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment