Saturday, February 2, 2019

কত অপূর্ব্ তুমি !




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চিত্র শিল্পি হতে চেয়েছি, রং তুলি হাতে নিয়েছি..
ছবিটাও নির্বাচিত হয়ে গেছে..
অপক দেখছি শুধু সেই অপূর্ব্ ছবিটা..
থর থর কাঁপছিল হাতের রং তুলি.

চিত্র শিল্পি হতে চেয়েছি, রং তুলি হাতে নিয়েছি
কিন্তু এঁকে ফেলেছি হৃদয়ের গভীরে, সেই গভীরে
যেখানে কেউ কিছু দেখে না ।
এক দক্ষ শিল্পির মত এঁকেছি
একটু কাছে এসে দেখ, প্রবেশ করে দেখ
কত অপূর্ব্ তুমি !
------------------------------------14-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment