কত অপেক্ষা করেছি,সারা
রাত অপেক্ষা করেছি
দরজাটা খুলে রেখেছি
কই আসনি তো !
কথা তো দিয়েছিলে নির্ঘ্ম
রাত্রি কাটাবে ঝর্ণার কলতানে..
নদ-নদীর মহনায় প্রণয়ের
ঢেউ তুলবে
হারিয়ে যাবে নির্জ্ন
ভুবনে অন্ধকার চাঁদরে.
কত অপেক্ষা করেছি,সারা
রাত অপেক্ষা করেছি
স্বপ্নের বাসর গড়েছি
কই আসনি তো !
কথা তো দিয়েছিলে যুগল
বন্ধনে কাটাবে বিনিদ্র রজনি ভোর অবদি
ফুলে ফুলে সাজাবে
ফুলশস্যা
কই আসনি তো !
------------------------------------14-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment