Thursday, June 8, 2023

হয়তো ভুল করে এসেছিলে

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৬-২০২৩ ইং।

****************

ভুল করে হয়তো তুমি এসেছিলে !

এখানে যে রাত্রির অন্ধকার

 সে কি তুমি দেখেছিলে ?

নাকি কষ্ট দেওয়ার জন্যই পূর্ণি হয়ে

তুমি জ্বলেছিলে আলো ছড়ায়ে !

আজ যে শাখে শাখে তুমি ফুটে আছো

এত সুগন্ধি ছড়ায়ে, এত সূরভী হয়ে

ভাবতেই মনের পর্দায় ভেসে উঠে

সেই মিষ্টি হাসিটা ! রাঙা ঠোঁটের ঝিকিমিকি

মুক্তার ঝলক !

বল না এসব স্মৃতি ভুলি কি করে ?

আমি যে ভালবেসে ফেলেছি, আমি যে

তোমার ভিতরে হারিয়ে গেছি-

অথৈ জলের তরঙ্গ রাশিতে-

এর কোন কিছু মিথ্যে নয়, ছলনা নয়

হয়তো তুমিই

ভুল করে এসেছিলে ভালবাসার মহনায়।

----------------------------------

 

No comments:

Post a Comment