নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২৩ ইং।
******************************
ভালবেসে ফেলেছি, খুব ভালবেসে ফেলেছি,
জানি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলছি !
তোমার প্রতিটি হাসি একেকটা ঝলক !
তোমার অপলক দৃষ্টি হৃদয়ের নোলক।
বল না, ভুলি কি করে ?
তোমাকে যে ভালবেসেছি !হৃদয়ে এঁকেছি।
---------------------------------------
No comments:
Post a Comment