উত্তম শিফা দাও হে প্রভূ!
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হে প্রভূ, তোমার দরবারে
উঁচু হয়ে গেছে কোটি কোটি হাত,
অশ্রুবান চোখে নামছে এক অদম্য আকুলতা,
রক্তের দেশ আজ তোমার মুক্তি কামায়।
হে খালেদা জিয়া, ফিরে এসো হে,
ফিরে এসো হে, দেখো স্বাধীন জাতি তোমার জন্য জেগেছে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান—
সবই একই কাতারে দাঁড়িয়েছে,
তোমার আপোষহীন ন্যায়নীতির কাছে মাথা নত করে।
জাতি আজ তোমাকে মা মেনেছে,
নেত্রী মেনেছে,
তোমার স্বর্ণালী কর্মচিত্রে ঝলমল করছে
লাল-সবুজ পতাকার প্রতিটি রক্ত বিন্দু।
তুমি না থাকলে ছায়াহীন হবে জাতি,
অভিভাবিকহীন হয়ে যাবে পথচলা,
তোমার আদর্শই দেখায় মুক্তির পথ,
তোমার মমতায় ভরে যায় ভ্রান্ত হৃদয়।
হে আল্লাহ, দাও মুক্তি,
এই জনতার মাতাকে,
গণতন্ত্রের আপোষহীন নেত্রীর মুক্তি দাও।
তুমি জানো, চোখে অশ্রু আর হৃদয়ে শিহরণ
কত প্রার্থনার ঢেউ বয়ে গেছে এই দেশজুড়ে।
ফিরে এসো হে নেত্রী,
আমাদের হাতের তলে আবার রাখো
শান্তি, ন্যায় ও অভিজ্ঞতার বাতাস।
এ জাতি তোমার মুক্তিতে একসাথে কাঁদে,
এ জাতি তোমার জন্য প্রার্থনা করে,
এ জাতি তোমার লাল সবুজের অম্লান আলোয়
আলোকিত হতে চায়।
হে প্রভূ, উত্তম শিফা দাও,
তুমি ফিরলে আবার জেগে উঠবে
এই অবহেলিত জাতির মন, শরীর ও প্রাণ।
-----------------------------------------------------------
০১-১২-২০২৫
No comments:
Post a Comment