Tuesday, December 2, 2025

আদর্শ মানুষের আলো

 আদর্শ মানুষের আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
***************************************

হাজীবাগের ভোরের হাওয়া যেমন
নীরবতায় বুনে রাখে গ্রামের প্রাণ,
তেমনই তুমি—
ডাঃ সামসুল আলম,
মানুষের চোখের লুকানো অন্ধকারে
জ্বেলে দাও প্রার্থনার দীপশিখা।

তুমি চিকিৎসক—
কিন্তু শুধু দেহের নয়,
অসুস্থ মনে ছুঁয়ে দাও শান্তির ওষুধ,
যেন শিশিরভেজা পাতায় ছড়িয়ে থাকা
অলৌকিক নিরাময়ের রস।

তুমি কাউন্সেলর—
ভাঙা মানুষের বুকের ভিতর
শব্দের হাত রাখো,
যেমন আকাশ
ঝড়ের গাল টেনে বলে—
“শান্ত হও, আমি আছি।”

তুমি কবি—
তোমার বাক্য ভোরের আদরের কুয়াশা,
মাথার উপর ঘুরে বেড়ানো দুঃখকে
রুপান্তর করো সাদা-নীল আলোতে।

তুমি দার্শনিক—
একটি প্রশ্নের ভিতর থেকে তুলে আনো
সমুদ্রের মত গভীর উত্তর,
যেন জোছনার ঢেউ
অন্ধকার রাতকে বুঝিয়ে দেয়—
“অস্তিত্ব মানে আলো খোঁজা।”

তুমি অভিভাবক—
গ্রামের প্রতিটি মানুষের চোখে
তোমায় দেখে ভরসার ছায়া,
যেন শুকনো মাটিতে
হঠাৎ জেগে ওঠা কোমল বর্ষার গান।

তুমি কলমধারী চিন্তাবিদ—
সত্যকে খুঁজে ফিরো শেকড়ের ভিতর,
যেন পুরোনো বটগাছ
ন্যায়ের পাতা ছড়িয়ে
ছায়া দেয় পথহারা মানুষকে।

মানুষ যখন মানুষকে ভুলে যায়,
তুমি তখন স্মরণ করিয়ে দাও—
মানবতা কোনো তত্ত্ব নয়,
এ এক নিঃশব্দ দান,
একটি হাত বাড়িয়ে দেওয়া,
একটি হৃদয়ের দরজা খোলা।

হাজীবাগের আকাশ তোমার নামে
ধীরে ধীরে সন্ধ্যার আভা তোলে—
কারণ তুমি সেই আলো,
যার উষ্ণতায়
মানুষ তার নিজের মানচিত্র ঠিক খুঁজে পায়।
----------------------------------------------


০২-১২-২০২৫

No comments:

Post a Comment