Monday, December 8, 2025

স্বাধীনতা কি হুমকির মুখে?

 স্বাধীনতা কি হুমকির মুখে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************

লাল–সবুজের পাঁপড়ি ঝরে, অশুভ হাওয়ায় নিঃশ্বাস থামে,
স্বাধীন আকাশ কালো হয়, নিস্তব্ধতায় কান্না নামে।
কৃষ্ণচূড়ার কাননে বসে বিষাক্ত পোকা জেঁকে,
তার লোভালস জিহ্বায় কুটে, স্বপ্নগুলো খায় ডেকে।

প্রহরীরা দেখে শুধু—দেখেই যায়, নীরব ভয়ে,
রক্ত-মাখা পতাকা আজও পড়ে থাকে ভুল প্রশ্নের ছায়া হয়ে।
স্বাধীন দেশে সুবিধাভোগী, মুখে মধু—অন্তরে গ্লানি,
ঘাতকেরা হাসে আড়ালে, বিষে ভরে প্রতিটি বাণী।

জরাজীর্ণ মুক্তির কবিতা, মুছে যায় চরণ ধীরে,
কবির কলম বিক্রি হয়ে পড়ে স্বার্থের বাজার ঘিরে।
কৃষক-শ্রমিক হাত গুটায়, মাঠ পড়ে থাকে শূন্য,
লাল-সবুজের কানন আজ ক্লান্ত, নিঃশ্বাস গিয়েছে রূক্ষ।

দেশপ্রেমের স্পন্দন থামে—হৃদয় যেন পাথর হয়,
নিজের হাতে গড়া স্বপ্নই আজ নিজের বুকেই ক্ষয়।
কি এক আজব জাতি আমরা—নিজেই ভাঙি নিজের ঘর,
অর্জিত সেই স্বাধীনতা আজ দাঁড়িয়ে ধ্বংসের দ্বার!

কেউ বলে না সত্য ইতিহাস—সবাই মুখ ফেরায়,
হিংসা–প্রতিহিংসার আগুনে জাতির মেরুদণ্ড পুড়ায়।
মীরজাফরের উত্তরাধিকার, মুনাফিকের গোপন ছায়া,
স্বাধীনতার কাননে আজ বিষবৃক্ষের মায়া।

হে জাতি, জবাব দাও—আর কত নীরব থাকবি?
আর কত নিজের রক্তে নিজের ভবিষ্যৎ আঁকবি?
লাল–সবুজ কি শুধু রঙ, না শহীদের শপথ-শ্বাস?
ঘুম ভাঙাও, শপথ নাও—বাঁচাও দেশ, বাঁচাও আশ!
----------------------------------------------------------


০৮-১২-২০২৫

No comments:

Post a Comment