Thursday, December 11, 2025

বিজয় মাসের কান্না

 বিজয় মাসের কান্না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
আমি মুক্তিযুদ্ধ দেখিনি—
তবু শুনেছি লক্ষ শহীদের রক্ত-নিঃশ্বাস,
লক্ষ মা-বোনের ইজ্জতের অগ্নিপরীক্ষায়
জন্ম নেওয়া লাল-সবুজের জনন-পতাকা।
সেই পতাকা দেখলেই আমার বুক ঝড়ে ওঠে বজ্র-মাদল,
গেয়ে উঠি: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!
১৬ ডিসেম্বরের মুক্তি-গাঁথা, সেই গৌরবগাথা ইতিহাস—
আজ যেন শেকলে বাঁধা, অপমানিত, হুমকির মুখোমুখি!

ফিরেছে সেই শকুনেরা—নতুন মুখোশে, ভণ্ড ধার্মিক বেশে,
দেশবিরোধী বিষের শপথ গোপনে বুকে রেখে।
ওদের খামচে ধরা লাল-সবুজের পতাকা আজ ব্যথায় কাঁপে—
স্বাধীনতার নাম শুনলেই ওরা গর্জে ওঠে বিষনাগের মতো,
মুক্তিযুদ্ধের স্মৃতি শুনলেই বুঝি পুড়ে যায় ওদের দেহে
পরাজয়ের সিন্দুকবন্দী লজ্জা!

ওরা স্বাধীন বাংলাদেশ মেনে নেয়নি কোনোদিন,
আজও নেয় না—
সেজন্যই মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে,
গলায় জুতার মালা পরায় বীরদের,
শহীদের কবরেও আগুন জ্বালিয়ে নাচে অন্ধ উল্লাসে!
যে গান শুনে পৃথিবীর বুক কাঁপে,
সেই সোনার বাংলাও গাইতে দেয় না—
গলা টিপে ধরতে চায় বাঙালির সুর!

স্মৃতি-ফলক ভেঙে চুরমার,
ইতিহাসকে ধুলোয় মেশায় রাতের আঁধারে,
জুতা পায়ে উঠে শহীদ মিনারের পবিত্র স্তম্ভে—
যেন বিদ্রোহ করে মানবতার বিরুদ্ধে!
ধর্মের আবরণে রেখে করে অধর্মের ভয়ানক বাণিজ্য,
জাতিকে ভুল ইতিহাস খাওয়ায় বিষের থালায়,
স্বাধীন দেশকে করে অপমান—
স্বাধীনতা বিরোধীরাই আজ মুখ খুলে দেয় দেশের পাঠ!

আজ টেলিভিশনের টকশোতেও
স্বাধীনতার বিরুদ্ধে হয় হাসাহাসি, অপমান, বিতর্ক।
বিজয় র‌্যালী বন্ধ—
কোথাও নেই কুজকাওয়াজের গর্জন,
নেই বিজয় শোভাযাত্রার ঢেউ!
ডিসেম্বরের আকাশ আজ নীরব—
বিজয় মাস দাঁড়িয়ে কাঁদে, পরাজয়ের মতো নয়,
অপমানের ভারে, অন্ধকারের বিষধরে।

কিন্তু শোন—
এই কান্না কোনোদিন পরাজয়ের নয়।
এই কান্না দ্রোহের ঢাক, বজ্রের ডাক,
নজরুলেরই মতো অগ্নি-প্রলয়ের সংকেত!

আমি বলি—
লাল-সবুজের পতাকা কেউ খামচে ছিঁড়তে পারবে না!
এ পতাকায় রয়েছে লক্ষ প্রাণের রক্ত-স্বাক্ষর,
এটিকে যে অপমান করে—
ইতিহাসই তার বিচারক হয়ে দাঁড়ায়!

স্বাধীনতার শত্রুরা সাবধান—
বাংলার মাটি ঘুমিয়ে নেই,
এর বুক থেকে আবার উঠবে বজ্র-বিদ্রোহ!
বিজয় মাসের কান্না
একদিন দাউ দাউ করে জ্বলে উঠবে অগ্নি-বিজয়ে—
কারণ বাংলাদেশকে দমিয়ে রাখার শক্তি
আজও কারো হয়নি, কোনোদিন হবে না!
-------------------------------------------------


১১-১২-২০২৫

No comments:

Post a Comment