Wednesday, December 3, 2025

অবলা কুকুরের কান্না

 অবলা কুকুরের কান্না

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************
হে বিশ্ব! হে মানবতা!
তোমরা কি শুনতে পাচ্ছো
অবলা কুকুরের রক্তমাখা কান্নার রোল,
যেন আকাশ নিজেও কাঁদছে তার সঙ্গে?

আজ সে একা—
অটল, কাঁদছে নিঃশব্দে,
তার আটটি সন্তানের প্রাণ
মানুষের হিংস্র অগ্রাসনে হারিয়ে গেছে।

হে মানব! দেখো—
কী অপরাধ ছিল তার,
কী অপরাধ ছিল তার নিষ্পাপ সন্তানদের?
সে চিৎকার করছে,
কিন্তু তুমি কি শুনছো?
তোমার কানের বাইরে কি গগণ বিদারী আর্তনাদ পৌঁছাবে?

তার বুক ভেঙে গেছে,
তিনশ হাড়ের ভাঙা শব্দে,
মাতৃত্বের রক্তমাখা আকুলতায়।
তার ছোট প্রাণের ছায়া এখন
ভাঙা পথের কোলে লুকিয়ে আছে,
অথচ সে খুঁজছে, হাহাকার করছে,
একটি আশ্রয়ের জন্য,
যেখানে তার সন্তানরা ফিরে আসতে পারে।

হে মানবতা!
আজ সে বিচার চায়—
তোমার বিচার কি এখনো চুপচাপ থাকবে হে বিচারক?
তুমি কি দেখো তার চোখের জল,
যা জমে জমে নদী হয়ে গেছে তার বুকের ভেতরে?

অবলা মা,
তোমার কান্না আমাদের লজ্জা,
আমাদের চুপচাপের অভিশাপ।
আজ আমরা তোমার সঙ্গে কাঁদি,
আজ আমরা তোমার সন্তান হারানোর যন্ত্রণা অনুভব করি,
আজ আমরা শপথ করি—
যে কোন অস্তিত্বকে আমরা আর অবহেলা করব না।

হে বিশ্ব!
শোনো!
একটি অবলা কুকুরের কান্না,
যা মানবতার আড়াল ভেঙে দেয়।
প্রতিটি লাইন, প্রতিটি রোদ্দুর ভাঙা হাহাকার,
আমাদের চোখে অশ্রু,
আমাদের হৃদয়ে ছেদ।
--------------------------------------------------------------


০৩-১২-২০২৫

No comments:

Post a Comment