মেরুদণ্ডের বজ্রধ্বনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
স্যালুট, ডা. বর্মন!
“সাসপেন্ড করো আমাকে”—
শব্দগুলো বাজে বজ্রের মত, হৃদয়ে দংশন!
ডিজি পাশে, শৃঙ্খলা হাতে ধরে,
কিন্তু তুমি দাঁড়ালে,
ভয় নেই, কাঁচুমাচু নেই,
শুধু সত্যের অগ্নিপাঠ!
এক বনে দুই বাঘ নেই,
এক থিয়েটারে নাটক নেই,
শুধু রক্তে লেখা জীবন,
শুধু দায়িত্বের আগুন।
চেয়ার নেই, টেবিল নেই,
এই কক্ষ শুধু জীবনের যুদ্ধক্ষেত্র,
ডাক্তার কাটা-ছেঁড়া, রোগী বাঁচানো,
অপচিকিৎসার ভয় আছে ছাদে।
মেডিকেলের বহু প্রজন্ম হারিয়েছে মেরুদণ্ড,
যেখানে সিনিয়র বললেই সব ঠিক—
পাকনামি নয়, শিক্ষার আলো প্রয়োজন,
না হলে মৃত্যু হয় রোগীর হাতে।
ডিজি ধমক দেন না পারসোনালি,
জানেন জনস্বার্থের মানে,
তুমি দাঁড়িয়ে দেখালে,
মেধা কিভাবে দাঁড়ায়,
শিরদাঁড়ার শক্তি কিভাবে জ্বলে।
চেইন অব কমান্ড মানে ভয় নয়,
চেইন মানে জীবন,
চেইন মানে শৃঙ্খলা,
চেইন মানে বিপ্লবের নীরব বজ্রপাত।
“আমায় সাসপেন্ড করো”—
শোন তরুণেরা,
শব্দগুলো হলো শিক্ষার আগুন,
শব্দগুলো হলো বিপ্লবের ঝলক।
দেশে হুঙ্কার, শিক্ষা কম,
গর্জন বেশি, সত্যের ঝলক কম,
তবু বর্মন দাঁড়িয়ে রাখল পতাকা—
মেধা, শৃঙ্খলা, সাহসের অগ্নিবিজয়।
----------------------------------
০৮-১২-২০২৫
No comments:
Post a Comment