বিপ্লবী ক্ষুদিরাম বসু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
মুড়ইর মাটিতে বাজল বিদ্রোহের সুর,
চোখে আগুন, হৃদয়ে স্বাধীনতার পুর।
মা-বাবার শূন্যতা, শিশুসুলভ ব্যথা,
পা ছুটে চলে স্বাধীনতার পথে দিগন্ত দেখা!
যুগান্তরের পত্রিকা, বিপ্লবী কণ্ঠের গর্জন,
কিশোর ক্ষুদিরাম শুনল—“এ হলো দেশপ্রেমের অর্জন।”
রাতের অন্ধকারে অস্ত্রের ছন্দ,
রক্তে লেখা প্রতিশোধের বেণু, জ্বলে চরণে বেণু!
মুজাফফরপুরের রাস্তায় বোমার ঝড়,
প্রক্সি মৃত্যু এলেও ক্ষুদিরাম অচল নয়।
কিংসফোর্ডের পিছু নিল প্রাণ দিয়ে,
তবু স্বাধীনতার অগ্নি দাহ করল অন্তরে ঝড়ে!
গ্রেপ্তার হলো সে, শুধু আঠারো বসর,
কিন্তু সাহসের ঢেউয়ে ভেসে যায় নীরব নবর।
জেলখানার কক্ষে গান, প্রার্থনা ভোরবেলায়,
বন্দেমাতরম! বলে জানালো—মরণ নয়, অনন্ত সঙ্গম বেলায়।
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, হাসিমুখে বলল,
“দেশের ডাক শুনে যেতেই হবে, মৃত্যু নয় বন্দন।”
দ্রুত ধূলিকণার মতো উড়ে গেল সে মুক্তির আকাশে,
সাহসের চিহ্ন হয়ে রইল তরুণ হৃদয়ে বিস্ফোরণে!
আজও মুড়ই, নদীয়া, কলকাতা পথ,
শ্রদ্ধায় মুখরিত, জাগে প্রতিটি শক্তি-স্রোত।
ক্ষুদিরাম বসু—বিপ্লবের তরঙ্গ, অমর বীর,
তার নাম উচ্চারিত হয়, তাণ্ডবী ছন্দে, বিদ্রোহী পীর!
------------------------------------
০৩-১২-২০২৫
No comments:
Post a Comment