Tuesday, December 2, 2025

স্বাধীনতার মর্যাদা

 স্বাধীনতার মর্যাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************************

রক্তঝরা মাটির বুক কাঁপে,
শহীদদের চিৎকার—“আমরা বাঁচব চিরকাল, আমরা বাঁচব মুক্তি-পথে।”
মাটি বলছে—“তুমি আমার, আমি তোমার,
এই স্বাধীনতা রক্ষা করো, জীবন দিয়ে দাও!”

নাগরিকরা উঠে দাঁড়ায়, অগ্নির দীপ চোখে,
হৃদয়ে অঙ্গীকার—অন্যায়কে ভেঙে ফেলব,
দেশের প্রতি আনুগত্যে শপথ করি,
সত্যের পথে জীবন উৎসর্গ করব।

দেশদ্রোহীর ছায়া দূরে হোক,
যারা বিক্রি করেছে মাটির মর্যাদা,
ধ্বংসের পথে তারা হারাবে,
শহীদদের স্মৃতি রাখব বুকে, তাদের চিরন্তন আহবান শোনব।

স্বাধীনতা মানে কেবল অধিকার নয়,
এটি সাহস, সততা, ন্যায়ের লড়াই,
দায়িত্ব, ত্যাগ, অদম্য ইচ্ছাশক্তি।
যুদ্ধের স্মৃতি বলে—উঠো! দাঁড়াও!
প্রতিটি পাথর, প্রতিটি নদী,
আমাদের অঙ্গীকারের সাক্ষী।

চোখে অগ্নি, হৃদয়ে আগুন,
নাগরিকরা উচ্চারণ করে—
“এই মাটি, এই প্রাণ,
শহীদদের জন্য, সত্যের জন্য,
আমরা রক্ষা করব স্বাধীনতার মর্যাদা!”

হে জাতি! হে বীর সন্তান!
শপথ করো, লড়ো, রক্ষা করো—
মাটির মর্যাদা, শহীদদের ত্যাগ,
এই স্বাধীনতার সোনালী আলো,
আমাদের অহংকার, আমাদের প্রতিজ্ঞা!
---------------------------------------------------


০২-১২-২০২৫

No comments:

Post a Comment