Tuesday, December 2, 2025

বাংলাদেশে অকৃত্রিম বন্ধু

 বাংলাদেশে অকৃত্রিম বন্ধু

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
বাংলাদেশের পিপাসিত মাঠে,
যেখানে ধান আর নদীর চোখ ভিজেছে,
সেই মঞ্চে বাজলো গিটার,
জর্জ হ্যারিসনের করুণা,
রবি শঙ্করের সেতার বাঁধনে।

১৯৭১-এর ছায়া ধ্বনিত হলো গান “Bangla Desh”,
বিশ্বের দিকে ছড়িয়ে গেল মুক্তির ডাক,
যুদ্ধবিধ্বস্ত শহর, শরণার্থী শিবির,
যেখানে সাহায্যের হাত খুঁজছিল প্রতিটি প্রাণ।
তাহা পৌঁছালো তাঁর সুরের তীব্রতার মাধ্যমে।

শুধু শিল্পী নয়, মানবতাবাদী ছিলেন তিনি,
সঙ্গীত হয়ে উঠল মানবিক শক্তি,
যে শক্তি জন্ম দিতে পারে আশা,
যে শক্তি ছুঁতে পারে হৃদয় ও দেশের মাটি।

২৯ নভেম্বর ২০০১, লস এঞ্জেলেসের আকাশে নীরবতা,
কিন্তু বাংলাদেশের হৃদয়ে অমর তাঁর সুর,
আজো বাজে সেই গান,
শরণার্থী ও মুক্তির স্মৃতিতে,
শ্রদ্ধা জানাই অকৃত্রিম বন্ধুকে,
জর্জ হ্যারিসন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
--------------------------------------------


০২-১২-২০২৫

No comments:

Post a Comment