লাল সবুজের চেতনা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
হে নতুন প্রজন্ম, শোনো—শোনো আজ,
লাল-সবুজের চেতনা জ্বলে আগুন মাজ।
রক্তে লেখা সোনার বাংলা, হৃদয়ে বাজে গান,
শহীদদের ত্যাগে জ্বলে চির অমল প্রান।
সবুজের বুক জ্বলে লাল পাঞ্জাবির আলো,
বাঙালির সংস্কৃতি বাজে হৃদয়ে ঝড়ালো।
বাংলাদেশ জিন্দাবাদ, শপথ করো প্রাণে,
মুক্তির অঙ্গীকার অটল থাকুক মানে।
ও হে নতুন প্রজন্ম, জাগো—জাগো! বলো,
লাল-সবুজের পতাকা কখনো নামবে না, জানো।
সত্য ও ন্যায়ের পথে অদম্য হোক পদচারণা,
অন্ধকার যতই ঘন হোক, আলোর দিশা তোমার সাথীানা।
এসো, এসো! হাত মিলাই—মিলাই একত্রে,
স্বাধীনতার পথে অঙ্গীকারে অটল হই একত্রে।
দেশপ্রেমের আগুন জ্বলে অন্তরে উজ্জ্বল,
শহীদদের ত্যাগ স্মরণে হোক সাহসের বাণী মম।
হে নতুন প্রজন্ম, জেগে ওঠো! জেগে ওঠো!
লাল-সবুজের শক্তি, মুক্তির আলো—আমাদের প্রাণ।
সোনার বাংলার গান বাজুক উচ্চে—নতুন দিন,
আশরাফ আলী মোল্লার সুরে শোনাও বিজয়ী সঙ্গিন।
------------------------------------------
০২-১২-২০২৫
No comments:
Post a Comment