Thursday, December 11, 2025

দাঁড়ির আলো

 দাঁড়ির আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************

দাঁড়ি—মুমিনের কাছে শুধু রোমের রেখা নয়,
এ যেন সুন্নতের শীতল ছায়া,
রহমতের বারান্দায় ঝুলে থাকা
একটি ছোট আলো—
যেখানে তাকওয়ার নীরব ছন্দে
দোলা খায় বিনয়, দোহাই আর আনুগত্য।

তবু যারা এর মাঝে রাজনীতির ছায়া খোঁজে—
তারা যেন গোধূলির কোমল আভা দেখে
ধরেছে অগ্নিকুণ্ডের রঙ ভেবে।
দৃষ্টি আছে, কিন্তু দৃষ্টির নূর নেই;
বাহ্যিক চিহ্নে বিচার করে,
অন্তরের আলোতে নয়।

মুমিনের দাঁড়ি কাউকে বিভক্ত করার পতাকা নয়—
এ কোনো দলের ডাক, কোনো মতাদর্শের শ্লোগান নয়;
এ তো কোরআনের অনুগত একটি নীরব রেখা,
রাসূলের সুন্নাহর প্রতি দাসত্বের কোমল ঘোষণা;
যেন সাদা পাতায় ছোট্ট কালো হরফ—
কিন্তু অর্থে গভীর, প্রজ্ঞায় দীপ্ত।

যারা দাঁড়িকে দেখেই ব্যঙ্গের তীর ছোঁড়ে,
তারা যেন শীতের কুয়াশায় পথ দেখে
মরূদ্যানকে মরীচিকা ভাবে।
তারা বোঝে না—
মুমিনের বাহ্যিক ছাপ
হৃদয়ের ইমানেরই প্রতিফলন,
যা মানুষের বিচার নয়—
রবের সন্তুষ্টির জন্য।

মুমিনেরা রাগ করে না—
তাদের ভাষা অভিযোগ নয়, দোয়া;
হৃদয় উন্মুক্ত, নিয়ত পরিষ্কার।
তারা বলে—
হে পরম দয়ালু আল্লাহ,
আপনি তাদেরকে হেদায়েত দিন
যারা দাঁড়ির আলোয় দেখে অন্ধকার,
যারা সুন্নাহর রেখায় খোঁজে বিভেদ।

তাদের চোখে দিন সেই নূর
যা সত্যকে চিনতে শেখায়;
দাও সেই প্রজ্ঞা,
যা বাহ্যিক নয়, অন্তরের সৌন্দর্য দেখে;
দাও সেই সঠিক দৃষ্টি
যা বুঝতে পারে—
দাঁড়ি কোনো রাজনীতি নয়,
এ তো আনুগত্যের সিক্ত ছায়া,
ধর্মীয় শৃঙ্খলার এক পবিত্র পরিচয়।

মুমিনের কথা তাই একটাই—
ঘৃণা নয়, দোয়া;
বিরোধ নয়, শান্তির আকাঙ্ক্ষা।
আর সেই দোয়ায় অটল থাকে তাদের প্রার্থনা—

যারা দাঁড়ি দেখে রাজনীতি খোঁজে
এবং মুমিনকে বিব্রত করে—
মহান আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।
------------------------------------------------------------


১১-১২-২০২৫

No comments:

Post a Comment