-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অনেক স্পর্শকাতর এই নাম-
যখনই উদ্ভাসিত হয় হৃদয় অঙ্গনে
অন্তর্হিত হয় তার প্রকৃত মহিমা
প্রেম একটি অনুভূতি, ছোট একটি শব্দ
কিন্তু ভেতরে ভেতরে
খুবই উত্তাল প্রলয়-
পৃথিবীর যে কোন যুদ্ধের বিরুদ্ধে
দাঁড়াবে তবুও..
রাতদিন ভর প্রাণ সরব!
হৃদয় তো ভালবাসে সেই স্পর্শকাতর একটি নাম,
প্রেমের প্রকৃত মন্দিরে নিরিবিলি ধ্যান
করে যে তুমি
অন্তর যোজনব্যাপী চিরঞ্জিব অনুভূতি সে
তুমি
প্রাণ কখনো কোন অন্য নামকে চিনেনি
শুধু চিনেছে একটি স্পর্শকাতর নাম- সে তুমি
যাকে প্রথম ভালবেসেছি-
আমার প্রিয়তমা…………..
এ হৃদয়ের প্রতিটি অনুভূতি যাকে চিনে,
আজো চিনে-
যে নামের শব্দগুলি উচ্চরিত হলে
আঁতকে উঠি,আজো উঠি-
বুকের নিভৃতে জেগে উঠে, এখনো জেগে উঠে
অনেক স্পর্শকাতর এই নাম-সে তুমি
আমার প্রথম প্রিয়তমা-
------------------------------10-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
Good.
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete