Sunday, February 17, 2019

কে বাঁচাবে তোমাকে



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এখনি যদি জারি হয় ফরমান –ওহে প্রাণ
কে বাঁচাবে তোমাকে এই অপরূপ ভুবন !

তোমার চারিপাশে যা কিছু আছে- ওহে প্রাণ
ওরা গাইবে না ,কোনদিন গাইবে না তোমার গান ।
এতো প্রেম, এতো ভালবাসা, সবই হবে পর
অনন্ত পথে একা একা যেতে হবে অতঃপর!
আজ তুমি লাশ ! এক নিথর লাশ এখন
কাঁধে কাঁধে যেতে হবে ওই গোরস্থান
কেউ আর যাবেনা, কেউ খবরও নিবে না -ওহে প্রাণ
অন্ধকার ঘর হবে সেই অসীমের বাসস্থান
আলো কি নিয়েছো সঙ্গে তোমার ?
দূর  হবে কি অন্ধকার ?
এ ভুবনের কর্মগুলো সেইদিন হবে ঐক্যতান
সাক্ষী দিবে
তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে-ওহে প্রাণ
কি উপায় হবে সেইদিন
যদি না নেও মুক্তির আলো !
আজই জ্বালাও -আজই জ্বালাও- এ প্রাণে জ্বালাও
প্রিয় নবীজির হাদিস- কোরআন ।
এক আল্লাহর সংবিধান- আল্ কোরআন, আল-কোরআন ।

এখনি যদি জারি হয় ফরমান –ওহে প্রাণ
কে বাঁচাবে তোমাকে এই অপরূপ ভুবন !
----------------------------1-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment