কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৯-১০-২২ ইং।
***********************************
তোমার হাসিটা চন্দ্রিমার আলো !
সূর্যের প্রখরে দূর করো কালো।
সর্বত্যাগী তুমি একজন ব্যাকুল প্রাণ
ছুটে যাও অবিরাম জনতার টান
দুঃখী মানুষকে বুকে নেও পাগলের মত
তুমি ভক্ত শ্রেষ্ঠ বীর বিনয়নত
আপাদ মস্তক স্পন্দিত সরল প্রাণ
জনতা তাই করে তোমার বয়ান
সৎ কর্মনি্ষ্ঠাময় সাধু জীবন
তোমারই ধ্যান, তোমারই পণ।
তুমি যুদ্ধ জয়ী বীরের মত নবীন
নন্দিত জননেতা ইঞ্জিঃ আবু নোমান।
---------------------------------
No comments:
Post a Comment