Saturday, October 15, 2022

রূপগল্পের বচন

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৫-১০-২২ ইং

***********************************        

ভাবখানা সেই নেতা বলুক তারে

এত ক্ষমতা এত দাপট কেউ নেই ধারে !

অযোগ্য মেধা শুন্য বংশ গুনে

তবু লোকে তারে নেতা বলে মানে।

দুণিনীতি মাদক সন্ত্রাস চাঁদাবাজি সাধন

ছলনার দেশসেবা ছাড়া আছে কি এখন।

পূঁজি তার মিথ্যা বুলি নানান প্রহসন

আবেগী জনতা পূজা করে প্রাণ পণ !

কি যে রূপগল্পের বচন !!

সত্য ইতিহাসে ধরেছ পচন।

উঁচু হতে নীচু কোথাও নেই বিচার

দুর্ণিনীতি সুদ ঘুষ কৃষ্টি কালচার।

স্বাধীনতা পেয়েছি তবু নই স্বাধীন প্রাণ

এখনো বিদ্রোহী দোসরের গোপন-ঐক্যতান।

দিকে দিকে নেমেছে অন্ধাকার রাত্রি !

এলোমেলো জনতা – নৌকার যাত্রী ।

নেতা নেত্রীর দালাল চামচা যে কত !

লুটে পুটে খাচ্ছে রাজ্যধন তত।

অযোগ্য মেধা শুন্য বংশ গুনে

তবু লোকে তারে নেতা বলে মানে।

---------------------------------

No comments:

Post a Comment