কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ৩১-১০-২০২২ ইং
****************
কে গেল, কে এল, সেইদিকে নই আমি !
আমি শুধু চাই তারে যে চায় এ ভূমি ।
এখন ভিড় দেখি ক্ষমতালুদ্ধের
মিছিল বিক্ষোভ চারিপাশে ক্ষুদ্ধের।
স্বাধীন দেশ তবু ঝরা জীর্ণ্ পাতা
পরাধীনতার করাল গ্রাসে নুয়েছে মাথা।
সবুজ শ্যামল পুড়বে আর কত কাল ?
বেকারত্ত্বের অভিশাপে জনজীবন কঙ্কাল।
তুমি কার ! আমি কার জিজ্ঞাসা নহে উদ্দাম
জাতি কি পেল সেটাই হউক শিরোনাম ।
দুর্ণিনীতির দলে লিখিও না আর নাম
আমি বাঙালি, আমি বাংলাদেশী সেই কথা জানালাম।
অবাক দেশ প্রেম ! অবাক করলে তুমি !
জন্মেই দেখি শোষণ বৈষম্যে ভরা স্বদেশভূমি।
কে গেল, কে এল, সেইদিকে নই আমি !
আমি শুধু চাই তারে যে চায় এ ভূমি ।
-----------------------------------------
No comments:
Post a Comment