Wednesday, October 5, 2022

রক্ত ঝরাও তবু পাশাপাশি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১০-২২ ইং

***********************************        

কি সুন্দর তুমি ! কি ইস্পাত কঠিন

কি অট্টহাসি তোমার! কি নিষ্ঠুর প্রাণ !

কি দেখালে তুমি ? রৌদ্র-কঠিন

ভিতরটা জ্বলে পুড়ে ছাই দগ্ধ শ্মশাান।

গ্রীষ্মের মত প্রখর খরা নির্দ্য় পাষাণ

রক্ত ঝরাও তবু পাশাপাশি

অভিনয় করো, ভালবাস ছদ্মবেশী

কি সুন্দর তুমি ! বিশীর্ণ মরা ডালে

রক্তিম বর্ণে জেগে উঠে ফুলে ফুলে

তবু তুমি ভালবাসার উপমা- নম্র আগুন

কি সুন্দর তুমি ! কি নিষ্ঠুর প্রাণ !

রক্ত ঝরাও তবু পাশাপাশি

এত তুচ্ছতা তবু ভালবাসি।

-------------------------------------

No comments:

Post a Comment