ফেইস বুক পরী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১০-০৯-২০২১
ইং
***************************************
ফেইস বুক পাতায় ডুব দিয়েছি
অরূপা সুহাসিনী তালাশ করি
হৃদয়ে হৃদয়ে ঘুরব না আর
ভাসিয়ে প্রেমের জীর্ণ্ তরী।
চৌদিকে যেন জাগিছে রে এবার
ফেইস বুক পরী- হরেক বাহার !
হৃদয়ের প্রেম তলিয়ে গিয়ে
ফেইক বুক পাতায় গিয়েছে উড়ি!
যে প্রেম হৃদয়ে যায় না পাওয়া-
সে প্রেম সেথায় নিত্য ভাসে
হৃদয়ের তরঙ্গ নাহি উঠে তব
প্রেমিক প্রেমিকা সাজে নব নব ।
ফেইস বুক পাতায় জুটি বেঁধে বেঁধে
ইথারের প্রেম মরিছে কেঁদে কেঁদে
প্রেমের ঐশর্য্য সেতো গিয়েছে হারায়ে
আছে কিছু নষ্টামী নগ্নতা ছড়ায়ে।
চৌদিকে যেন জাগিছে রে এবার
ফেইস বুক পরী- হরেক বাহার !
No comments:
Post a Comment