Friday, September 3, 2021

স্বপ্নের শুভ্র আকাশ

 স্বপ্নের শুভ্র আকাশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-০৯-২০২১ ইং

*****************************************

আমি আর কতোটুকু ভালবাসতে পারি ?

তার চেয়ে ঢের বেশী হৃদয়ের তরঙ্গ রাশি !

 

কতোটুকু ভালবাসলে মনে হবে ভালবেসেছি তোমায়,

যতোটুকু ছিল সবটুকু দিয়েছি অবলিলায়

 

ওইটুকু নিয়ে তুমি সুখী হও

হৃদয় দিতে ‍দিতে কিছু নত হও

ভালবাসতে বাসতে বাসতে হৃদয় হবে দুর্বার

তুমি ও আমি ছুঁবো স্বপ্নের শুভ্র আকাশ।

 

আমি আর কতোটুকু ভালবাসতে পারি ?

এর চেয়ে বেশী পারেনি পৃথিবীর প্রাণ

 

উদগ্রীব হয়ে আছে অভিজাত পূর্ণিমার চাঁদ !

মধু চন্দ্রিমার অপেক্ষায় ঝর্ণার জল ধারা

ফুলগুলো ভেসে যায়

ফুল শয্যার শিহরণে।

দীর্ঘ্ রজনী দিবসের অপেক্ষায়।

 

জানি, মূলত বিদ্রোহ করে অহংকারী প্রাণ ।

তবু প্রেমের স্বপ্ন বুঁনি আগামীর শুভ্র আকাশ।

ভালবাসার পথে তুমি আমার হৃদয়ের সৈনিক।

বিজয়ের পতাকা উড়াবোই পৃথিবীর চৌদিক।

------------------------------------------------------

No comments:

Post a Comment